মুসলিমরাই মুসলিম সন্ত্রাসীদের হামলার প্রথম শিকার, শুক্রবার মিসরে সন্ত্রাসী হামলার ঘটনা সর্বশেষ সে কথাই মনে করিয়ে দিয়েছে। সিনাই উপক‚লে বির আল-আবদ সূফি মসজিদে নামাজরত ২৩৫ জন মুসল্লিকে হত্যার জন্য ইসলামিক স্টেটের (আইএস) স্থানীয় শাখা আনসার বেইত আল-মাকদিসকে দায়ী করা হয়েছে।...